যশোরে মাদক মামলায় হাফিজ আলী নামে পলাতক এক আসামিকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।
সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আয়শা নাসরীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাফিজ আলী খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের আব্বাস আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ ২০০৯ সালের ১৪ অক্টোবর বড় আঁচড়া বটতলা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাফিজ আলীকে আটক করে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এরপর মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি হাফিজ আলীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
খবর বিভাগঃ
আইন-আদালত
0 Please Share a Your Opinion.: